ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অভিজিত হত্যাকাণ্ডের বিচার হয়নি, নিলয়েরও হবে না

প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৭ আগস্ট ২০১৫

‘নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয়কে আজ যেভাবে হত্যা করা হয়েছে ৬ মাস আগে অভিজিত দা’কেও একইভাবে খুন করা হয়েছিল। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। জানি অভিজিত দা’র মতো নিলয়েরও হত্যাকারীদেরও বিচার হবে না’।

স্বামীর মরদেহের পাশে এভাবেই আহাজারি করছিলেন নিহত ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) স্ত্রী আশা।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন আশার স্বামী এনজিও কর্মকর্তা ও ব্লগার নিলয় নীল।

আশা সাংবাদিকদের বলেন, ‘এদেশে কোনো বিচার নাই। নিলয়ের নিরাপত্তার জন্য পুলিশের খিলগাঁও এবং শাহজাহানপুর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। কিন্তু কেউই অভিযোগ নেয়নি। ঘরে চিৎকার করার পরও কেউ আমাদের সাহায্য করেনি।’

জেইউ/এআর/পিআর