ব্লগার নিলয়ের মরদেহ ঢামেকে
পুলিশের ক্রাইম সিন ইউনিটের আলামত সংগ্রহের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢামেক মর্গে তার মরদেহ এসে পৌঁছায়।
পুলিশ জানায়, নিলয়ের মরদেহের সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তার গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করার আলামত পাওয়া গেছে।
ময়না তদন্তের জন্য নিলয়ের মরদেহ ঢামেকে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
এর আগে শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন এনজিও কর্মকর্তা ও ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল)। এ হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম শাখার যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়।
জেইউ/এআর/একে/পিআর