ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ২৭২ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৪৪ এএম, ৩০ জুলাই ২০১৮

 

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬৭ হাজার ২৭২ জন হজযাত্রী। বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ১৩ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৯৬টি ফ্লাইটসহ মোট ১৮৯টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করেছে।
জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোট হজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ২৮৮ জন ও সৌদি এয়ারলাইন্স ৩২ হাজার ৯৮৪ জন হজযাত্রী পরিবহন করেছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

এমইউ/এমআরএম

আরও পড়ুন