ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এবার ইয়াবা পাচারে তেলবাহী ট্যাংকার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ জুলাই ২০১৮

বিভিন্ন সময় ইয়াবা পাচারকারীদের ভিন্ন ভিন্ন আয়োজন দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে আক্কেলগুড়ুম হয়ে যেতে হয়, এবারও তাই হলো। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি ট্যাংকারে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৮ জুলাই) গভীর রাতে লোহাগাড়া উপজেলার বটতলী বাজারে এই অভিযান চালানো হয়। এই ঘটনায় ইসমাইল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজার র‌্যাবের নিয়মিত তল্লাশিকে ফাঁকি দিয়ে ইয়াবার বিশাল চালান যাচ্ছে মেঘনা পেট্রোলিয়ামের ভাড়া করা ওই অয়েল ট্যাংকারে।’

তিনি আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের এই গাড়ি ব্যবহার করে সুবিধা নিতে চেয়েছিল ইয়াবা পাচারকারীরা। তবে ওদের শেষ রক্ষা হয়নি। ইয়াবাবাহী গাড়িটি লোহাগাড়ায় আসার পর পুনরায় তল্লাশি চালালে ট্যাংকারের ভেতরে বিশেষ কুঠুরি থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

এই ঘটনায় গ্রেফতার হওয়া ইসমাইলের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এসআর/এমএস

আরও পড়ুন