ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিকেলে রামপুরা-বাড্ডা-হাতিরঝিলে যানচলাচল নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৮ জুলাই ২০১৮

শনিবার উদ্বোধন করা হচ্ছে হাতিরঝিলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের মেরুল বাড্ডায় নবনির্মিত ইউলুপে যানচলাচল। এ উপলক্ষে বিকেল ৩টা থেকে রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিন বিকেল ৫টায় বহু প্রতিক্ষীত এই ইউলুপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই ২০১৮, শনিবার বিকাল ৫টায় বাড্ডা ইউলুপ উদ্বোধন করবেন। এই উদ্বোধন উপলক্ষে বিকাল ৩টা হতে রামপুরা টিভি ভবন এলাকা থেকে বাড্ডা ইউলুপ এবং সমগ্র হাতিরঝিল এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।'

২০১৫ সালের মাঝামাঝিতে শুরু হওয়া বাড্ডা ইউলুপটির কাজ শুক্রবার চূড়ান্তভাবে শেষ হয়। ইউলুপটির দৈর্ঘ্য ৪৫০ মিটার ও প্রস্থ ১০ মিটার।

এআর/এমএমজেড/এমএস

আরও পড়ুন