মূল্যতালিকা না থাকায় ৫ মাংস ব্যবসায়ীকে জরিমানা
ভোক্তা আইন অনুযায়ী দোকানে মূল্যতালিকা না থাকায় সাভারের আমিনবাজার এলাকায় পাঁচ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
তাদের দোকানগুলো হলো- জাকিরের গোস্তের দোকান, ইব্রাহিমের গোস্তের দোকান, মিয়া উদ্দীনের গোস্তের দোকান, মুনজুরের গোস্তের দোকান এবং নাজিবের গোস্তের দোকান।
বৃহস্পতিবার এসব দোকানে অভিযান চালিয়ে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান তদারকি করেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন এপিবিএন-১ এর সদস্যরা।
এসআই/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা