হাওর ও চরাঞ্চলের ভাতা পাবেন শিক্ষকরা
দুর্গম হাওর, চর ও চা বাগান এলাকার অবস্থানকৃত শিক্ষকদেরও বিশেষ ভাতা প্রদানের সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
একইসঙ্গে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বেতনভাতা পরিশোধে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর ক্ষেত্রে ছাপানোর কাজ তদারকী, মানসম্মত কাগজসহ ছাপানো নিশ্চিত করা, সময়মত শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো ও দুর্নীতি রোধে কার্যকরী মনিটরিং এবং সুপারিশ প্রণয়নসহ সকল ক্ষেত্রে সংসদীয় সাব-কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া বৈঠকে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির গবেষণা কার্যক্রমকে সম্প্রসারণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল অংশ নেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক, এনসিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএ