ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৩ অক্টোবর ২০১৪

পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার ট্যানারি মালিকরা এই দাম নির্ধারণ করেন।

ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৭০ থেকে ৭৫ টাকা করা হয়েছে। ঢাকার বাইরে নির্ধারিত করা হয়েছে প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা। অপরদিকে মহিষের চামড়া প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা, খাসির চামড়া  ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের ধানম-ির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মূল্য নির্ধারণ করা হয়। এসময় বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।