ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৬ জুলাই ২০১৮

চট্টগ্রাম নগরের খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় নিহত মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত প্রাইভেটকার থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে র‌্যাব সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার যাওয়ার সময় র‌্যাবের টহল দল থামার সংকেত দেয়। প্রাইভেটকার না থামিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আত্মরক্ষায় র‌্যাবও গুলি ছোঁড়ে।

তিনি আরও জানান, গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে ১২০ কেজি গাঁজা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জেইউ/এসআর/আরএস/আরআইপি

আরও পড়ুন