দুটি সংস্থা ও সাত ব্যক্তিকে ৪ কোটি টাকা অনুদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক খালিদ হোসেনসহ সাত ব্যক্তিকে আর্থিক অনুদান হিসেবে তিন কোটি ৮৫ লাখ টাকা প্রদান করেছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছে এই চেক হস্তান্তর করেন।
তিনি ঢাকার সবুজবাগস্থ ধর্ম রাজিক বৌদ্ধ মহাবিহারে ২ কোটি টাকা এবং কুমিল্লার কোটবাড়িস্থ সালবন বৌদ্ধ বিহারে ১ কোটি টাকা অনুদান দেন।
এছাড় প্রয়াত রঞ্জিত চন্দ্র সরকারের স্ত্রী আজিমপুর সরকারি কলোনির রিনা রানী সরকারকে ২৫ লাখ টাকা এবং নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনকে ১০ লাখ টাকা প্রদান করেন।
কক্সবাজারের রাজনীতিক মরহুম অ্যাড. বদিউল আলম চৌধুরীর ছেলে কামাল হোসেন চৌধুরী, জামালপুরের সরিষাবাড়ির মরহুম ফজলুল হকের ছেলে ফারুক আহমদ, বগুড়া সদরের মরহুম মো. নবিরুদ্দিন প্রামাণিক, ঢাকার খিলগাঁওয়ের রহিম শাহার স্ত্রী বেগম খুরশিদ জাহান এবং বরিশালের মরহুম মনিরুল আলমের স্ত্রী নুরুন্নাহারসহ প্রত্যেকে শেখ হাসিনার কাছ থেকে ১০ লাখ টাকা করে গ্রহণ করেন।
এফএইচএস/এমআরএম/জেআইএম