ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির দাবি

প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৬ আগস্ট ২০১৫

সংখ্যালঘুদের ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত  বলেন, “দেশে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনা ঘটেছে- সেসব ঘটনার সাথে জড়িত ও দায়ী ব্যক্তিদের আজো কোন বিচার হয়নি। যে কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হত্যা ও নির্যাতন বেড়েই চলেছে।  

সংবাদ সম্মেলনে ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, সহিংসতা ও হত্যাকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়। এ প্রতিবেদনের প্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে রানা দাশ গুপ্ত বলেন, ২০১০ সালে গঠিত শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশ বাস্তবায়নসহ মার্কিন কংগ্রেসের সর্বসম্মত আহ্বানের আলোকে দেশের অরক্ষিত সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও অধিকার রক্ষায় এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার এমপি, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, কিউবার্ট গোমেজ ও ক্যাপ্টেন শচীন কর্মকার এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এসকেডি/এমআরআই