গাবতলী-কল্যাণপুরের বেশির ভাগ হোটেল অস্বাস্থ্যকর
রাজধানীর গাবতলী ও কল্যাণপুর এলাকার বেশির ভাগ হোটেল-রেস্টুরেন্টের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর।
এ ছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য লেখা নেই। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে।
বুধবার (১৮ জুলাই) এসব অভিযোগে ১২ প্রতিষ্ঠানকে এক লাখ ২২ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- আলিফ রেস্টুরেন্ট, হক ফুড, মায়ের দোয়া স্টোর, হালিম স্টোর, নিরালা হোটেল, আশেকে রাসুল হোটেল, কুটুম রেস্টুরেন্ট, ঐশী জেনারেল স্টোর, আপ্যায়ন হোটেল, জাকের হোটেল, মোল্লা হোটেল এবং হানিফ হোটেল।
অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
এ সময় সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ সদস্যরা।
এসআই/এএইচ/এমএস