বার্ধক্যকে পরাজিত করে রকিব উদ্দিনের হজযাত্রা
বয়সের ভারে নুয়ে পড়েছেন। জীবনের ঘানি টেনেছেন দীর্ঘ ৭৫ বছর। এখন ওপারের ডাকের অপেক্ষায়। তার আগেই জীবনের খাতা (আমলনামা) পূর্ণ করতে চান রকিব উদ্দিন মণ্ডল। বয়স যখন ভাটির টানে, তখন তার মন পড়ে আছে মক্কা-মদিনায়। যদিও এর আগে আরেকবার হজ করেছিলেন তিনি।
আল্লাহ-রাসূলের প্রেমে যিনি মশগুল, তিনি তো আর বয়সের ফ্রেমে আটকে থাকতে পারেন না। নবীকূলের শিরোমণি প্রিয় নবীর (স.) রওজা মোবারকে চুম্বন করেই আল্লাহর নৈকট্য লাভ করতে চান রকিব উদ্দিন মণ্ডল।
রকিব উদ্দিনের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। পেশা কৃষি হলেও ব্যবসায়ই আয়ের প্রধান উৎস। কৃষিজাত পণ্যের ব্যবসা করেই জীবন গড়েছেন। সাত সন্তানকে করেছেন সুশিক্ষিত। সন্তানেরা সবাই সন্তুষ্ট ব্যক্তি জীবনে। সুখে আছেন তাদের পরিবার পরিজন নিয়ে। কৃষি, ব্যবসা আর সংসার জীবনে সফলতায় রকিব উদ্দিনের বেশ পরিচিতি এলাকায়।
স্বনামেই চেনেন সবাই। বাবার কর্মজীবন সন্তুষ্ট সন্তানেরাও। জীবনের শেষ বেলায় ইবাদত-বন্দেগীতে কাটছে বৃদ্ধ রকিব উদ্দিনের। এখন জীবন নৌকায় পাড়ি দিতে প্রস্তুত মক্কা-মদিনায়। আয়োজন প্রায় সম্পন্ন।
বুধবার দুপুরে হজ ক্যাম্পে কথা হয় রকিব মণ্ডলের সঙ্গে। জাগো নিউজের কাছে মনোবাসনা ব্যক্ত করতে গিয়ে বলেন, এর আগেও একবার হজ সম্পন্ন করেছিলাম। মূলত আকাঙ্খা বেড়েছে সেখান থেকেই। তাই জীবনের এবেলায় আরেকবার নিয়ত করেছি। আজ রাতেই ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবো।’
সোমবার দিবাগত রাতে হজ ক্যাম্পে এসেছেন তিনি। হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আগের চেয়ে ব্যবস্থাপনায় খানিক পরিবর্তন এসেছে। কর্মকর্তারা বেশ আন্তরিক দেখছি এবারে।
খাবার প্রসঙ্গে বলেন, হজ ক্যাম্পে খাবার মান আপাতত ভালো। তবে খাবারের মূল্য বেশি বলেই মনে হচ্ছে। এক্ষেত্রে কর্তৃপক্ষ একটু নজর দিলে ক্যাম্পে আগতরা স্বস্তি পেত বলে মনে করি।
চলতি বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবারে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
আরএম/এএসএস/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা