ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরও এক বছর ইইডি’র প্রধান প্রকৌশলী হানজালা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৭ জুলাই ২০১৮

আরও এক বছর শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলী থাকছেন দেওয়ান মোহাম্মদ হানজালা।

হানজালার চুক্তির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগামী ৮ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দেওয়ান মোহাম্মদ হানজালা ২০১৪ সালের ২৯ জুন শিক্ষা প্রকৌশল অধিদফতরে প্রধান প্রকৌশলী নিয়োগ পান। চাকরির মেয়াদ শেষে ২০১৬ সালের ২১ জুন দুই বছরের চুক্তিতে ফের প্রধান প্রকৌশলী হন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর শিক্ষা প্রতিষ্ঠানে ভৌতঅবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর রক্ষণাবেক্ষণ, নির্মাণ/পুনর্নির্মাণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে।

আরএমএম/জেএইচ/পিআর

আরও পড়ুন