ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিয়ের বয়স ১৬ বছর করার সিদ্ধান্ত এখনো হয়নি

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০২ অক্টোবর ২০১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের সমাজে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। তাই ১৬ বছর বয়সে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি নিয়ে আয়োজিত পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সকলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।’ স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গত তিন দিনে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচির সফলতা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় অনেক দিক উঠে এসেছে। আমরা এগুলো নিয়ে কাজ করব। আমাদের একার পক্ষে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই পরিকল্পনা বাস্তবায়নে অবশ্যই আমাদের উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা একেবারে জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই এই খাতে আমাদের অনেক বেশি সফলতা অর্জন করতে হবে। আমাদের অনেক সফলতা আছে। অনেক চ্যালেঞ্জ রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের আরও অনেক সচেতনতা প্রয়োজন।’