মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে ঝরল ৩ প্রাণ
রাজধানীর মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন লেগুনা চালক হান্নান (২২) ও তাওহীদ (১০)। নিহত অপরজনের নামপরিচয় জানা যায়নি।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে তিনজনকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এআর/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ