ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে যাত্রাবাড়িতে অভিযান
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে বৃহস্পতিবার অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হবে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
এর আগে অভিযানের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর বনানী পুলিশ ফাঁড়ির সামনে ফিটনেসবিহীন ৯টি বাস জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কাভার্ড ভ্যান প্রথমে জব্দ করা হলেও বেসরকারি একটি প্রতিষ্ঠানের গুরত্বপূর্ণ মালামাল থাকায় পরে সেটি ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, ‘দেশের সড়কে ফিটনেসবিহীন কোন গাড়ি চলবে না’ উল্লেখ করে গত সোমবার একটি নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।
একটি দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে আদালতের এ আদেশ পালন করে বিআরটিএ চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন আদালত।
জেইউ/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা