কোল্ড ড্রিংকসের মূল্য বেশি রাখায় জরিমানা
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ ও খুচরা মূল্য না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে কোল্ড ড্রিংকসের মূল্য বেশি রাখায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- আজাদের হোটেল, সামস হট কেক, মি. বেকার, বাক লাভা, ডি-স্নেক ক্যাফে, ফাতেমা ফ্রুট ও ভাগ্যকুল জেনারেল স্টোর।
সোমবার ধানমন্ডির কলাবাগান এলাকায় এসব প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজাদের হোটেলকে ১০ হাজার টাকা, সামস হট কেককে ১০ হাজার টাকা, মি. বেকারকে ২০ হাজার টাকা, বাক লাভাকে ২০ হাজার টাকা, ডি-স্নেক ক্যাফেকে ৩৫ হাজার টাকা, ফাতেমা ফ্রুটকে পাঁচ হাজার টাকা এবং ভাগ্যকুল জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। তাদের সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।
এসআই/এমএআর/আরআইপি