ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘ভালো লাগছে নিজের টাকায় সস্ত্রীক হজে যাচ্ছি’

রফিক মজুমদার | হজ ক্যাম্প থেকে | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ জুলাই ২০১৮

সিরাজগঞ্জের চিনাধুকুড়িয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন রেজা। ২০১৫ সালে অবসরে যান। ২০১৬ সালে হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেন। গত বছর হজ পালনের জন্য প্রস্তুতি নিলেও তালিকা থেকে বাদ পড়েন। এবার তিনি স্ত্রীসহ হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

গতকাল শনিবার হজ ক্যাম্পে স্ত্রীসহ রিপোর্ট করেন হুমায়ুন রেজা। রোববার দুপুরে জোহরের নামাজের আগে হজ ক্যাম্পের মসজিদে জাগো নিউজের সঙ্গে কথা হয় এই শিক্ষকের। বলেন, ‘আল্লাহর দরবারে জীবনের বড় চাওয়া ছিল হজ পালন। তিনি তা কবুল করেছেন। আজ রাত আড়াইটায় ফ্লাইট।’

তিনি বলেন, ‘জীবনে ছোটখাটো অনেক গুনাহ করেছি। আল্লাহর কাছে অপরাধী সেজে আছি। তিনি যেন মাফ করে দেন- এটাই মহান রবের কাছে চাওয়া।’

হজের টাকার উৎস জানতে চাইলে হুমায়ুন রেজা বলেন, ‘চাকরিজীবনে জমানো অর্থের প্রায় ছয় লাখ টাকা এই মহান কাজ ব্যয় করতেছি। পাঁচ ছেলে ও এক মেয়ের সবাই প্রতিষ্ঠিত। কিন্তু কারও কাছ থেকে সাহায্যের প্রয়োজন পড়েনি। আল্লাহর মেহেরবানিতে নিজের জমানো টাকায় হজ পালন করতে যাচ্ছি, এ কারণে আরও বেশি ভালো লাগছে।’

বাংলাদেশ থেকে এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। উড়োজাহাজে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন সাত হাজার ১৯৮ জন। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। 

ঢাকা ও জেদ্দা হজ অফিস সূত্রে জানা যায়, হজ ফ্লাইট শুরুর দিনে (১৪ জুলাই, শনিবার) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট দুই হাজার ৩৭১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ৮২৩ জন সরকারি ব্যবস্থাপনার এবং সৌদি এয়ারলাইন্সে পাঁচটি ফ্লাইটে বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক হাজার ৫৪৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। 

আরএম/এমএআর/পিআর

আরও পড়ুন