ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খেলতে গিয়ে নিখোঁজ দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৮

রাজধানীর তেজগাঁওয়ে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হওয়া দুই শিশু নিখোঁজ হয়েছে। তারা একে অপরের পরিচিত।

শুক্রবার সকালে উভয়ই উত্তর বেগুনবাড়িতে খেলতে যাবে বলে বের হয়েছিল, এরপর আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ দুই শিশুর নাম মো. জাকির হোসেন হৃদয় ও মো. ইমাম হাসান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানায়, জাকির হোসেন হৃদয়ের বয়স ১২ বছর, ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের ট্রাউজার ও লাল গেঞ্জি। ইমাম হাসানের বয়স ১২ বছর। চতুর্থ শ্রেণির ছাত্র। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রংয়ের ট্রাউজার ও কালো রংয়ের ফুল হাতা গেঞ্জি।

এই দুইজনের সন্ধান কেউ জানলে থানায় (ওসি তেজগাঁও শিল্পাঞ্চল-০১৭১৩-৩৭৩১৮১) অথবা ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এআর/জেএইচ/আরআইপি

আরও পড়ুন