ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সুরে সুরে হজের তাৎপর্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৮

হজের তাৎপর্য তুলে ধরে ‘আল্লাহুমা লাব্বাইক’ শিরোনামে একটি গান আজ ইউটিউবে প্রকাশিত হয়েছে। কবির আল মামুনের কথায় ও শিল্পী এস এম মঈনের কন্ঠে গাওয়া এ গানে সহ শিল্পী হিসেবে রয়েছেন শিল্পী জহিরুল ইসলাম ও কবির আল মামুন।

হজ ব্যবস্থাপনার তথ্যপ্রযুক্তি কার্যক্রমের সাথে জড়িত বিজনেস অটোমেশিন লিমিটেডের সফওয়্যার প্রজেক্ট ম্যানেজার ও এ গানের রচয়িতা কবির আল মামুন বলেন, ‘সারা বিশ্বের মুসলমানরা পবিত্র হজ পালনে সৌদি আরবে ছুটে আসেন। নিজেদের সমর্পন করেন আল্লাহর কাছে। এ গানটির মাধ্যমে পবিত্র হজের তাৎপর্য তুলে ধরা হয়েছে।'

ইউটিউবে প্রকাশিত গানের ভিডিওটিতে দেখা যায়, তিন জন গায়ক সাদা আলখেল্লা ও মাথায় পাগড়ি পড়ে গান গাইছেন। গানটির সাথে মক্কার কাবা ঘর, আরাফাত ও মুজদালিফাসহ বিভিন্ন পূণ্যস্থানের দৃশ্যায়ন করা হয়েছে। ইউটিউবে আপলোড করার পর বেশ প্রশংসা পাচ্ছে গানটি।

এমইউ/এসআর/আরআইপি

আরও পড়ুন