ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান স্থগিত

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৫ আগস্ট ২০১৫

আগামীকাল ৬ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রাঙ্গণে তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ গড়ার লক্ষ্যে রাজধানীর সার্কিট হাউস রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রাঙ্গণে এই ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে এক তথ্যবিবরণীতে বলা হয়, এই ভবন হবে সরকারের তথ্য সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের মিলনস্থল। ৬০ কোটির বেশি টাকা ব্যয়ে প্রায় ৩৮ কাঠা জমির ওপর ১৬ তলাবিশিষ্ট এই ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, গণযোগাযোগ অধিদফতর এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের কার্যালয় স্থাপন করা হবে।

তবে বুধবার অনিবার্য কারণবশত উল্লেখ করে এক তথ্য বিবরণীতে মাধ্যমে তা স্থগিত করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার এ ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।

আরএস/আরআইপি