ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মধ্যরাতেও রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৪ এএম, ১৪ জুলাই ২০১৮

রাজধানীর কাকরাইল মোড়ে থেকে বাসের ওঠে এক ঘণ্টায় শাহবাগ আসার পর যাত্রী সজিবুল হকের প্রশ্ন- কেউ কি বলতে পারবেন, এতো জ্যাম কেন? যাব শ্যামলী, আজ কি যেতে পারব? কিন্তু কে শোনে কার কথা! আরেক পথচারীর উত্তর- ঘণ্টাখানেক বাসে বসে থেকে বুঝলাম আজ আর সাভার যাওয়া হবে না। তাই হেঁটেই ওয়ারির বাসায় ফিরতেছি।

শুক্রবার দিনগত মধ্যরাতে গোটা রাজধানীর চিত্র যেন একই। শুধু সজিবুল নয়, শুক্রবার ছুটির দিন গড়িয়ে মধ্যরাতের যানজটে নাকাল রাজধানীবাসী। ছুটির দিন শেষে রাতের এমন যানজটে বিরক্ত যাত্রীরা। যানজটে বিরক্ত পুলিশের ট্রাফিক বিভাগও।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীতে একযোগে বেশ কয়েকটি স্থানে মেট্রোরেলের কাজ শুরু হওয়ায় এ যানজটের প্রধান কারণ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে যানজট। যা ধীরে ধীরে বাড়তে বাড়তে ছড়িয়ে গেছে পুরো রাজধানীতে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের কাজ শুরু হওয়ায় যানচলাচল হচ্ছে একটি সড়কে। যে কারণে কাকরাইল, শাহবাগ, কারওয়ান বাজার, পান্থপথ, মৌচাক, মালিবাগ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। ফার্মগেট থেকে আসাদগেইট যেতেই একইভাবে বাধাগ্রস্থ হচ্ছে মিরপুরগামী যানবাহন। একইভাবে উত্তরা ও গাজীপুরগামী যানবাহনগুলোও থমকে আছে সড়কেই।

রাজধানীর উত্তরা, খিলক্ষেত, গুলশান, গুলশান লিংক রোড, তেজগাঁও, কাকরাইল, শাহবাগ, কারওয়ান বাজার ও ফার্মগেট থেকে একাধিক ভুক্তভোগী জাগো নিউজকে যানজটে ভোগান্তির কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সাদিয়া হুদা নামে এক নারী যাত্রী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। মেট্রোরেলের কাজের কারণে রাস্তায় অস্থায়ীভাবে বসানো ডিভাইডারের ভিডিওসহ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‌‘সবাই ফার্মগেট ও তেজগাঁও সড়ক পরিহার করুন।’

শামীম উল হক নামে আরেকজন জানতে চেয়েছেন, ‘বনানীর প্রধান সড়কে আসলে কী হয়েছে?’ রাত ১২টায় জাভেদ ইকবাল নামে একজন লিখেছেন, ‘শাহবাগ থেকে কারওয়ান বাজার ২ ঘণ্টায়। গন্তব্য শ্যামলী। বাসায় যেতে যেতে বাংলাদেশের খেলা (ক্রিকেট) থাকবে তো?’

ইয়ামান হানিফ নামে আরেকজন লিখেছেন, ‘মহাখালী ফ্লাইওভারের নিচে কি ঠাডা পড়ছে যে, এতো জ্যাম?’ রাত ১২টা ১২ মিনিটে কানিজ ফারাহ আহমেদ নামে একজন প্রাইভেটকার আরোহী লিখেছেন, ‘শুক্রবার রাতে মৌচাক থেকে কারওয়ান বাজার পৌঁছাতে ২ ঘণ্টা।’

কারওয়ান বাজার এলাকার এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ফার্মগেটে মেট্রোরেলের কাজ চলছে। যে কারণে যানজট। এ যানজট আমাদের দ্বারা নিরসণ সম্ভব না। তবে ধীরে হলেও যেন যানবাহনে গতি থাকে সেই চেষ্টাই করে যাচ্ছি।’

ডিএমপির ট্রাফিক (দক্ষিণ বিভাগ) শাহবাগ জোনের সহকারী কমিশনার (এসি) সাহেদ জাগো নিউজকে বলেন, ‘মেট্রোরেলের কাজ চলছে ফার্মগেটে। ফার্মগেট হচ্ছে মিরপুর, পান্থপথ ও উত্তরা যাবার সংযোগ সড়ক। ওইখানে রাস্তা সংকুচিত করা হয়েছে। এক পাশ বন্ধ থাকায় যান চলাচলে গতি কমছে। যে কারণে গাড়ির সংখ্যা কম হলেও চাপ বেশি পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ রাতে মেট্রোরেলের কাজ না করলে গোটা সপ্তাহে আর সম্ভব হবে না।’

জেইউ/আরএস

আরও পড়ুন