ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ই মার্চের ভাষণ ছিল বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ রণকৌশল

প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৫ আগস্ট ২০১৫

জাতীয় বিশ্বব্যিদালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দেয়া ছিল তাঁর শ্রেষ্ঠ রণকৌশল।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলমান কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’শীর্ষক কোর্সের ওপর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ’৭০ এর নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর নিরস্ত্র বাঙ্গালীদের উপর সশস্ত্র আক্রমণের পূর্বক্ষণ পর্যন্ত অপেক্ষা এবং পালিয়ে না গিয়ে পাকিস্তানীদের হাতে গ্রেফতার বরণ করা ছিল বঙ্গবন্ধুর বড় রণকৌশল। এ কারণে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব সম্প্রদায় অকুণ্ঠ সহানুভূতি ও সমর্থন দিয়েছিল। যা আমাদের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এসকেডি/আরআইপি