ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুনে ডিএমপির সেরা বিভাগ তেজগাঁও ও লালবাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১২ জুলাই ২০১৮

রাজধানীর আইন-শৃংখলা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপিরশ্রেষ্ঠবিভাগ হয়েছে যৌথভাবে তেজগাঁও ও লালবাগ।

বৃহস্পতিবার (১২ জুলাই) ডিএমপি সদর দফতরে দিনব্যাপী জুনের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।

জুনে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবিএম জাকির হোসেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার-পল্লবী জোন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. শাহীন ফকির-কামরাঙ্গীরচর থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার-ক্যান্টনমেন্ট থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মাহবুব আলম-কদমতলী থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই আল আমিন-মিরপুর মডেল থানা ও এসআই আব্দুল জলিল-কদমতলী থানা।

শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মাহবুবের রহমান-ভাষানটেক থানা ও এএসআই হেলাল উদ্দিন-মতিঝিল থানা।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আলাউদ্দিন-মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই রুহুল আমিন-ডেমরা থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার এসআই মো. আহসান হাবীব প্রিন্স-মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই আব্দুল জলিল-কদমতলী থানা এবং শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদার-ক্যান্টমেন্ট থানা।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-উত্তর বিভাগ। ডিবির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী-এয়ারপোর্ট জোনাল টিম, চোরাই গাড়ি উদ্ধারে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-উত্তর, মাদকদ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা-পল্লবী জোনাল টিম।

dmp1

অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-উত্তর, বিস্ফোরক দ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, অজ্ঞানপার্টি ও মলমপার্টি গ্রেফতারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটওয়ারী- গাড়ি চুরি প্রতিরোধ টিম ডিবি-পশ্চিম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাদিয়া ফারজানা অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছা. লুবনা মোস্তফা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর- বিপ্লব ভৌমিক, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ টিএসআই/সার্জেন্ট যৌথভাবে হয়েছেন সার্জেন্ট মো. মাজেদুল হক ও সার্জেন্ট নাহিদুর রহমান-লালবাগ ট্রাফিক জোন ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির জন্য পুরস্কৃত হয়েছেন ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম ও ট্রাফিক পূর্ব বিভাগের মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সরোয়ার হোসেন।

বিট পুলিশিং কার্যক্রমে পুরস্কৃত হয়েছেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কাজী মিজানুর রহমান।

বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হয়েছেন- হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ, ডেমরা জোনাল টিম ডিবি-পূর্ব বিভাগ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা পল্লবী জোনাল টিম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম মতিঝিল জোনাল টিম ডিবি পূর্ব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন ক্যান্টনমেন্ট জোনাল টিম ও এসআই শেখ মো. মোর্শেদ আলী কামরাঙ্গীরচর থানা।

মাদক ব্যবসায়ী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল তেজগাঁও মোহাম্মদপুর জোন ও বনানী থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী।

dmp2

ছিনতাইকারী গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন- সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যান্টনমেন্ট থানা কবির হোসেন হাওলাদার, এটিএসআই আব্দুর রাজ্জাক সবুজবাগ ট্রাফিক জোন, কনস্টেবল মো. নুরুল করিম ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ।

প্রতারক গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান, ধানমন্ডি জোনাল টিম ডিবি-দক্ষিণ, দস্যুতা মামলার আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইহান ওলিউল্লাহ-বনানী থানা, পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ডিবি-উত্তর, পুলিশ পরিদর্শক আনোয়ার আলম আজাদ ডিবি-পূর্ব ও এসআই হুমায়ন কবির রামপুরা থানা।

জালটাকা উদ্ধারে পুরস্কৃত হয়েছেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম ডিবি-উত্তর, শুটার গুলি ও ককটেলসহ আসামি গ্রেফতারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান দক্ষিণখান জোন, বিশেষ আসামি গ্রেফতারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী উত্তরা জোনাল টিম, জঙ্গি গ্রেফতারে সহকারী পুলিশ কমিশনার মো. তহিদুল ইসলাম কাউন্টার টেরোরিজম, অশ্লীল ভিডিও আপলোডকারী গ্রেফতারে সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ সাইবার সিকিউরিটি বিভাগ, ভুয়া ডিবি গ্রেফতারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কে এম শহীদুল ইসলাম সোহাগ ডিবি-পশ্চিম, গুরুত্বপূর্ণ মামলার চার্জশীট দাখিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা কামরাঙ্গীরচর থানা ও অপহরণকারী গ্রেফতারে এসআই অহিদুর রহমান মুগদা থানা।

মাদকসেবীদের সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা করায় এসআই আব্দুল্লাহ আল মামুন বনানী থানা, চুরি মামলার আসামি গ্রেফতারে এসআই মিজানুর রহমান ভাটারা থানা, মোটরসাইকেল চোর গ্রেফতারে সার্জেন্ট আব্দুল কাদের মিরপুর ট্রাফিক জোন, ১৪৪ বিয়ারসহ বিদেশি গ্রেফতারে টিএসআই আব্দুল মান্নান খান উত্তরা ট্রাফিক জোন, হত্যা চেষ্টাকারী গ্রেফতারে এটিএসআই রফিকুল ইসলাম মতিঝিল ট্রাফিক জোন।

এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), যুগ্ম পুলিশ কমিশনার সদর দফতর, উপ-পুলিশ কমিশনার (ট্রান্সন্যাশনাল ক্রাইম, কাউন্টার টেরোরিজম, সাইবার সিকিউরিটি, স্পেশাল অ্যাকশন গ্রুপ, আইএডি, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, মিডিয়া, তেজগাঁও, রমনা, প্রটেকশন, প্রসিকিউশন, অর্থ, সদর দফতর ও প্রশাসন, কল্যাণ ও ফোর্স বিভাগ, ডিবি-পূর্ব, ডিবি-পশ্চিম) নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিস্টেম অ্যানালিস্ট ডিএমপি।

জেইউ/এএইচ/পিআর

আরও পড়ুন