ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ধানম‌ন্ডির সাত রেস্টু‌রেন্টকে সোয়া চার লাখ টাকা জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৭ পিএম, ১১ জুলাই ২০১৮

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ভেজালপণ্য বিক্রি, ওজ‌নে কারচু‌পি ও পণ্যের মোড়‌কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তা‌রিখ না থাকায় রাজধানীর ধানম‌ন্ডি এলাকার সাত রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো- আড্ডা, ইউসুফ কন‌ফেকশনারি, ‌মিনা সুইটস, র‌য়েল বা‌ফেট রেস্ট‌ু‌রেন্ট, বৈশাখী রেস্তোরাঁ, ও‌য়েস্টার্ন গ্রিল ও প্যানা‌কো ক্যা‌ফে।

বুধবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৬ ধারায় মোট চার লাখ ২০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

এর ম‌ধ্যে আড্ডাকে এক লাখ টাকা, ইউসুফ কন‌ফেকশনারিকে ৩০ হাজার টাকা, ‌মিনা সুইটস‌কে ৪০ হাজার টাকা, র‌য়েল বা‌ফেট রেস্ট‌ু‌রেন্ট‌কে এক লাখ টাকা, বৈশাখী রেস্তোরাঁকে ৭৫ হাজার টাকা, ও‌য়েস্টার্ন গ্রিলকে ৫০ হাজার টাকা ও প্যানা‌কো ক্যা‌ফেকে ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন প‌রিচালনা ক‌রেন সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। সা‌র্বিক সহযোগিতা প্রদান ক‌রেন এপিবিএন-১ ও ১২ এর সদস্যরা।

এসআই/বিএ

আরও পড়ুন