ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০১ পিএম, ১১ জুলাই ২০১৮

আবেদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, ‘শিক্ষার ভিত্তি মজবুত করার লক্ষ্যে ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জাতীয়করণকালীন ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় পরিসংখ্যান করা হয়েছিল। উক্ত পরিসংখ্যান হতে আমরা বঞ্চিত।'

তারা বলেন, ‘বিগত বিএনপি জোট সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, দলীয়করণ ও নিয়োগ বাণিজ্যের কারণে আমরা সরকারি চাকরি না পেয়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ এ সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থেকে বিনা বেতনে, অনেক কষ্টের মধ্যে কোমলমতি শিশুদের শিক্ষা প্রদান করে চলেছি। বিভিন্ন সময়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয়ভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছি।’

তারা আরও বলেন, ‘জাতীয়করণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয়করণের নিমিত্তে নির্ধারিত উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক যাচাই-বাছাই প্রক্রিয়াধীন বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ঘোষণা দিয়ে বঞ্চিত শিক্ষকদের মর্যাদা দেয়ার ব্যবস্থা করুন।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ খোকন, মহাসচিব কামাল হোসেন, সহ-সভাপতি ফিরোজ উদ্দিন, মিজানুর রহমান, হারুন-অর-রশিদ, যুগ্ম মহাসচিব বদরুল আমিন সরকার প্রমুখ।

এএস/এসআর/আরআইপি

আরও পড়ুন