ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেলটেকের প্রধান স্থপতি মাহফুজ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১০ জুলাই ২০১৮

আবাসন কোম্পানি শেলটেকের প্রধান স্থপতি (প্রিন্সিপাল আর্কিটেক্ট) মো. বিএমএম মাহফুজ নবীন (৩৭) রোববার থেকে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় রাজধানীর ভাসানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ জাগো নিউজকে বলেন, মোবাইল ফোন বন্ধের আগে মাহফুজের সর্বশেষ অবস্থান ছিল দারুস সালাম থানার পাশে। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে।

জিডিতে তার পরিবার উল্লেখ করেছে, রোববার ভাসানটেকের ধামাল কোটের বাসা থেকে কলাবাগানের অফিসের উদ্দেশে রওয়ানা হন। এরপর বেশ কয়েকবার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।

মাহফুজ শেলটেকের স্থপতি হিসেবে চাকরি করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন।

ওসি সাব্বির বলেন, মাহফুজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাহফুজের পারিবারিক কিংবা অন্য কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবে সেদিন কলাবাগানে না গিয়ে কেন তিনি দারুসসালামে গিয়েছিলেন আমরা তা জানার চেষ্টা করছি। তাকে খোঁজার চেষ্টা অব্যাহত আছে।

এআর/এনএফ/পিআর

আরও পড়ুন