ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বসুন্ধরা সিটি থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১০ জুলাই ২০১৮

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের সাত তলা থেকে পড়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার এএসআই ইকবাল হোসেন জানান, মঙ্গলবার বসুন্ধরা সিটি শপিংমল বন্ধ থাকে। তবে আটতলায় স্টার সিনেপ্লেক্স খোলা রয়েছে।

ওই যুবক সাত তলা থেকে পড়ে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পাওয়া গেছে। তারা পুলিশকে জানিয়েছেন, বেলা পৌনে ১১টার দিকে ওই যুবক পড়ে যান। সাততলায় ওই যুবকের মোবাইল-স্যান্ডেল রয়েছে।

এএসআই ইকবাল বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে ফের বসুন্ধরা শপিং মলে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

জেইউ/এনএফ/পিআর

আরও পড়ুন