ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় মার্কিন দূতাবাসের নিন্দা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৫ এএম, ১০ জুলাই ২০১৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা- যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতা- তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরোধী, যার ওপর আমাদের মতো দেশগুলো প্রতিষ্ঠিত।’

এতে আরও বলা হয়, ‘বাকস্বাধীনতা, জমায়েতের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মতো যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো যারা প্রয়োগ করছে- মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।’

এই বিবৃতির সঙ্গে 'পিসফুলপ্রটেস্টবিডি' নামে একটি হ্যাশট্যাগ সংযুক্ত করা হয়েছে।

এমবিআর/জেআইএম

আরও পড়ুন