ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিক্ষক আন্দোলনে নাগরিক সমাজের সংহতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৯ জুলাই ২০১৮

বেতন-ভাতার দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে ৩০তম দিন অতিবাহিত করছেন। আজ সোমবার আমরণ অনশনের ১৫তম দিন চলছে। আজ নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি জ্ঞাপন করার জন্য অনশনস্থলে আসেন। বেলা ২টা পর্যন্ত তারা অনশনস্থলে অবস্থান করেন।

তারা হলেন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক মো. আবু সাঈদ, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) ডা. ফজলুর রহমান, উদীচীর সভাপতি অধ্যাপক ড. মহিউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্চিত কুমার সাহা প্রমুখ। তারা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইতোপূর্বে চলমান আন্দোলনে বিভিন্ন দিনে সংহতি জ্ঞাপন করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহম্মদ, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতনসহ অনেকে।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তার কার্যালয়ে আবেদন এবং শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিকল্প রূপরেখা পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষাসচিব সোহরাব হোসাইনকেও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিকল্প রূপরেখাসহ প্রধানমন্ত্রীর সাক্ষাতের আবেদনের কপি দেওয়া হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি প্রধানমন্ত্রীর ৫ জানুয়ারির প্রতিশ্রুতি অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনো কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এই অচলাবস্থার অবসান চাই।

এমইউএইচ/এসএইচএস/এমএস

আরও পড়ুন