ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরমাণু শক্তি আইনের চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৭ জুলাই ২০১৪

মন্ত্রিসভার বৈঠকে ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৪’ এবং ‘পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইন দুটির অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো আইনে ইপিবি পরিচালনা পর্ষদের বোর্ডে বন ও পরিবেশ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি যুক্ত করা হয়েছে, যারা হবেন ন্যূনতম যুগ্ম-সচিব পদমর্যাদার।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইনে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা উল্লেখ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
নতুন আইনে পরমাণু শক্তি কমিশন সম্পর্কে পর‌্যাপ্ত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এছাড়া একজন সদস্যকে বিদ্যুৎ বিষয়ে অভিজ্ঞ হতে হবে বলে জানা গেছে।