বার কাউন্সিলের ভোটগ্রহণ ২৬ আগস্ট
আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ভোটার তালিকা প্রস্তুত বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদেস্যের বেঞ্চে এই তথ্য জানান অ্যাটর্নি জেনারেল।
ভোটার তালিকায় দ্বৈত ভোটারসহ বিভিন্ন সমস্যা থাকার অভিযোগ উঠলে ভোটগ্রহণ বন্ধ চেয়ে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি নিয়ে ভোটগ্রহণ কয়েকবার পিছিয়েছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী এখন ভোটার তালিকা নির্ভুল করে প্রস্তুত করায় এখন আগামী ২৬ আগস্ট নির্বাচনে ভোটগ্রহণে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবে আলম। সংশোধিত ভোটার তালিকায় এখন মোট ৪৩ হাজার ৩২০ জন ভোটার রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত চেয়ে আনা রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে আজ এই আদেশ দেন আপিল বিভাগ।
এর আগে ৯ জুলাই সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তারপর তা কয়েক দফা সময় নেয় আইনজীবীরা।
পরে ১৩ আগস্ট আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থার নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু সেদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি, ভোটার তালিকার ত্রুটি থাকার কারণে।
গত ৩০ জুলাই সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত না করতে পারায় বার কাউন্সিলের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময়ের আবেদন করলে আদালত ২৬ আগস্ট নির্বাচনের দিন ঠিক করে আদেশ দেন।
গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, যাতে ভোটের গ্রহণের দিন ধার্য ছিল গত ২০ মে। এরপর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।
তারপরে গত ২৭ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে একটি রিট আবেদন করা হলে নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
এফএইচ/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- ২ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
- ৩ সৌদিতে সেবাদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তির নির্দেশ
- ৪ বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
- ৫ পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ