ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাইকোর্টের দুই বিচারপতির শপথ গ্রহণ

প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৫ আগস্ট ২০১৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতি শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বুধবার সকাল সাড়ে দশটায় দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। স্থায়ী দুই বিচারপতিরা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এর আগে গত ৩ আগস্ট সোমবার  আইন মন্ত্রণালয় থেকে  দুই বিচারপতির স্থায়ী নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতিকে একই বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ করেন।

তার আগে ২০১৩ সালের ৩১ জুলাই ওই দু’জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো আইন মন্ত্রণালয়।

এফএইচ/এআরএস/এমএস