ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হচ্ছে শনিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৫ জুলাই ২০১৮

রাজধানীর হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। এটি হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০তম থানা।

শনিবার (৭ জুলাই) দুপুরে এ থানা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানী বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল, বাড্ডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মেড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলুরোড, মালিবাগ রেল ক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে থানাটি। থানাটি পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের আওতাভুক্ত।

তেজগাঁও বিভাগে হাতিরঝিল ছাড়াও তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা অবস্থিত। বর্তমানে এ বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার।

এর আগে ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

হাতিরঝিল থানায় যোগাযোগের নম্বর

অফিসার ইনচার্জ (হাতিরঝিল থানা): ০১৭৬৯৬৯৫১০০
এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন): ০১৭১৩৩৯৮৫৪৫
এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন, তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৯৮৫৫৮
ডিসি (তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৭৩১৭৫

এআর/এএইচ/পিআর

আরও পড়ুন