জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন : প্রধানমন্ত্রী
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবার জন্য অাপনারা নির্বাচিত হয়েছেন। জনগণের কল্যাণে কাজ করুন। দেশের সব ধরনের মানুষ যেন সব ধরনের সুযোগ সুবিধা পায় সে জন্য কাজ করতে হবে।
বৃহস্পতিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার অাবদুল খালেকের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় খুলনা সিটিতে নির্বাচিত কাউন্সিলরাও শপথগ্রহণ করেন।
রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা নির্বাচিত হয়েছেন, দলমত নির্বিশেষ সবাই জনগণের সেবায় কাজ করবেন।
গত ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অাওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার অাবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ ৯ হাজার ২৫১ ভোট পান।
এফএইচএস/আরএস/আরআইপি