ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিহত পুলিশদের ঋণ পরিশোধের নয় : আইজি

প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৪ আগস্ট ২০১৫

যে সব পুলিশ সদস্য মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়েছেন তাদের ঋণ পরিশোধের নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শ (আইজি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে জুলাই মাসে দায়িত্ব পালনকালে নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, নিহত পুলিশ সদস্যরা আমাদের গর্ব। দেশের জন্য জীবন উৎসর্গ করে তারা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষকে বাঁচাতে গিয়ে যারা নিজের জীবন বিলিয়ে দেয় তাদের রক্তের ঋণ পরিশোধের নয়। শুধুমাত্র ভালো কাজ করেই তাদের শ্রদ্ধা জানানো যায়।

নিহতদের পরিবারের প্রতি পুলিশের আইজি বলেন, আপনারা নিজেদেরকে কখনো একা ভাববেন না। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। আর্থিক অনুদানের পাশাপাশি বিধি মোতাবেক সরকারি সকল সুযোগ-সুবিধাও পাবেন আপনারা।

এ সময় তিনি হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আবুল কালাম আজাদের স্ত্রীকে ৫ লাখ, মেহেরপুর জেলা পুলিশের কনস্টেবল মো. আলাউদ্দীন আহম্মেদ এর স্ত্রীকে ৬ লাখ এবং কক্সবাজার জেলায় কর্মরত ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ হোসেনের বাবাকে ৭ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়া ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের গুরুত্বর আহত কনস্টেবল মো. হাবিবুল্লাকে কৃত্রিম পা সংযোজনের ব্যয়ভার বহনের জন্য ৫ লাখ টাকা অনুদান এবং কনস্টেবল মো. আব্বাস উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুলিশের এইচ আর এম বিভাগের অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, অর্থ ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, এইচআর বিভাগের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সারোয়ার আলম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের এআইজি মো. নজরুল ইসলাম, নিহত এবং আহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এআর/আরএস/এমআরআই