ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫০ বাসচালক ও হেলপারকে প্রশিক্ষণ দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০২ জুলাই ২০১৮

‘মটরযান আইন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধে’ ঢাকা সিটির অর্ধশত বাসচালক ও হেলপারকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে পুলিশ। সোমবার সকালে এয়ারপোর্ট ট্রাফিক বক্সে কর্মশালার আয়োজন করা হয়। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি ট্র্যাফিক বিভাগ।

কর্মশালায় বাসচালক ও হেলপারদের মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করণীয়, যাত্রীদের সঙ্গে হেলপার ও ড্রাইভারদের আচরণ নিয়ে আলোচনা করা হয়।

jagonews24

ট্র্যাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) প্রবীর কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসন এবং মটরযান আইন সম্পর্কে চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি-ট্রাফিক উত্তরা) রহিমা আক্তার লাকী, এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার (এসি) শচীন মৌলিকসহ এয়ারপোর্ট ট্রাফিক জোনের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

এএসএস/এআর/এসএইচএস/এমএস

আরও পড়ুন