ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজ এজেন্সিতে দুদকের অভিযান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০২ জুলাই ২০১৮

টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর কয়েকটি হজ এজেন্সিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদকের এনফোর্সমেন্ট টিম পুরানা পল্টন এলাকার হজ এজেন্সিগুলোতে আকস্মিক এ অভিযান চালায়।

দুদক সূত্রে জানা যায়, কতিপয় অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি হজ এজেন্সির নামে দালাল চক্র কর্তৃক ১১৫ জন হজযাত্রীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে অবস্থিত “আল মুজদালিফা এভিয়েশন” নামক হজ এজেন্সিতে আকস্মিক অভিযান চালায়।

সহকারি পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেন। দুদক টিম অভিযানকালে চারজন হজযাত্রীর কাছ থেকে অভিযোগ ও তথ্যগ্রহণ করে। এছাড়াও এজেন্সির ট্রেড লাইসেন্স ও ই-টিআইএনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।

এ অভিযোগের আওতাভুক্ত ১১৫ হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনের উদ্যোগ নেয়া হবে মর্মে এজেন্সির কর্মকর্তা জানান।

এছাড়াও উল্লিখিত এলাকায় অবস্থিত আরও তিনটি এজেন্সিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পাওয়া যায়। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, হজযাত্রাকে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যেই দুদকের এ অভিযান। চলতি বছরে হজ কার্যক্রম যেন দুর্নীতি ও হয়রানি মুক্ত হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রাখা হবে।

এমইউ/জেএইচ/এমএস

আরও পড়ুন