ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিক্ষকদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০১ জুলাই ২০১৮

এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি প্রস্তাব দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি দুটি হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় এনে আংশিক বেতন চালু করে পরবর্তী অর্থবছরে তা সমন্বয় করা। এ ছাড়া দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমপিওভুক্তির পর তিন বছর সময় দেয়া।

শিক্ষকরা জানান, আন্দোলনে নেতৃত্ব দেয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমরণ অনশনের সপ্তম দিনে আজ (রোববার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই প্রস্তাব দিয়ে আসেন।

এদিকে শিক্ষকদের টানা আমরণ অনশন অব্যাহত রয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে এই অনশন চলছে। অনেক শিক্ষক অসুস্থ হয়ে স্যালাইন নিয়ে শুয়ে আছেন। আজও অসুস্থ হয়ে পড়েছেন ২৩ জন শিক্ষক। মোট ১৫০ শিক্ষক এ পর্যন্ত অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে পাঁচজন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

এমএইচএম/বিএ/পিআর

আরও পড়ুন