ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কঠিন শর্তে কেনা হচ্ছে দুই বোয়িং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০১ জুলাই ২০১৮

এইচএসবিসি ব্যাংক থেকে কঠিন শর্তের ঋণে দুটি বোয়িং বিমান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, মোট ছয়টি বোয়িং কেনার প্রক্রিয়া চলছে। তবে চলতি বছরেই দুটি বিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

রোববার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে হার্ড টার্ম লোন (কঠিন শর্তের ঋণ) কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজকে দুই বোয়িং কেনার জন্য এইচইসবিসি হংকংয়ের কাছ থেকে ২৭০ মিলিয়ন ডলার ঋণ নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের সঙ্গে প্লাস ২ দশমিক ১৬ শতাংশ। সব মিলিয়ে সুদহার হবে ৭ দশমিক ২ শতাংশ। ১২ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

সুদহার দেশের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন, হার্ড টার্ম লোনে সুদহার সব সময় বেশি হয়। বিমান বাংলাদেশ এমনিতেই লোকসানি প্রতিষ্ঠান। এরপরও চড়া সুদ দিয়ে বিমান কেনার যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশের বিমান লাভাজনক নয়।

এমইউএইচ/এএইচ/এমএস

আরও পড়ুন