ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তিন মাসের মধ্যে বিদ্যুৎ পাবেন ছিটমহলবাসী

প্রকাশিত: ১০:২৯ এএম, ০৪ আগস্ট ২০১৫

আগামী তিন মাসের মধ্যে ছিটমহলের নাগরিকদের বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিদ্যুতের লাইন না যাওয়া পর্যন্ত তাদের জন্য সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ছিটমহলবাসীর জন্য উন্নয়ন প্রকল্প হাতে নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ছিটমহলের নাগরিকদের জন্য রাস্তাঘাট, স্কুল, কমিউনিটি হাসপাতাল, উপাসনালয়, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক চাহিদা পূরণে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। আগামী ৩ মাসের মধ্যে ছিটমহলে বিদ্যুতের লাইন লাগানোর কাজ শুরু হবে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

মুস্তফা কামাল বলেন, যতদিন স্থায়ীভাবে বিদ্যুৎ না যায় এ সময়ে সোলার সিস্টেমের মাধ্যমে তাদের মাঝে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশে দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসএ/এসএইচএস/এমআরআই