ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টা আগেই পূর্ণাঙ্গ তালিকা চায় সৌদি
চলতি বছর হজ ফ্লাইট উড্ডয়নের ৭২ ঘণ্টা আগে যাত্রীদের পূর্ণঙ্গ তালিকা চেয়েছে সৌদি সরকার। কোন দিন কোন ফ্লাইটে কতজন হজযাত্রী জেদ্দায় নামবে, তারা কোন বাড়িতে যাবে কোন মোয়াল্লেম তাদের অভ্যর্থনা জানাবে তা নিশ্চিত করতে এ নিয়ম চালু করেছে সৌদি সরকার।
২৬ জুন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, মোয়াচ্ছাসা অফিসের প্রতিনিধির সঙ্গে পরিচালক (হজ) ও হাব প্রতিনিধিদের ভিডিও কনফারেন্স বৈঠকে এ তালিকা নিশ্চিত করতে বলা হয়। বৈঠকে হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার আবাসিক ঠিকানা (বাড়ি/হোটেল), মোয়াল্লেম নাম্বার সম্বলিত স্টিকারের বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।
২৭ জুন ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি প্রতিপালন করতে হজ মৌসুমে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের ফ্লাইটভিত্তিক তথ্য উড্ডয়নের ৭২ ঘণ্টা আগে মন্ত্রণালয়ের আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনকে সরবরাহ করার জন্য প্রত্যেক এজেন্সিকে নির্দেশ দেয়া হয়েছে।
১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রী হজে যাবেন।
বৃহস্পতিবার (২৮ জুন) থেকে হজ ভিসা দেয়া শুরু হয়েছে। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১০০ জনের ভিসা দেয়া হয়। শনিবার থেকে বেসরকারি ব্যবস্থাপনার হাজীদের ভিসা দেয়া শুরু হবে।
এমইউ/এএইচ/এমএস