ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন নাজিয়া ও জালাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৮ জুন ২০১৮

কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০১৮ পেয়েছেন দুজন। তারা হলেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের মধ্য থেকে নাজিয়া ইসলাম (উপসচিব) এবং কর্মচারীদের মধ্যে মুহম্মদ জালাল উদ্দিন। জাতীয় শুদ্ধাচার নীতিমালা-২০১৭ অনুসরণ করে তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সেখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০১৮ প্রদান ও সচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা হয়।

পুরস্কারের মান হিসেবে ওই দুজনকে ক্রেস্ট, সদনপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থেও চেক প্রদান করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (সমন্বয় ও নরডিক) বেগম সুলতানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

কর্মশালায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শুদ্ধাচার চর্চায় উদ্বুদ্ধ করা হয়।

এমএ/জেডএ/পিআর

আরও পড়ুন