ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪র্থ শ্রেণির কর্মচারীর সমস্কেল দাবি গ্রাম পুলিশদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫০ এএম, ২৮ জুন ২০১৮

৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমস্কেলের দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবি বাস্তবায়নে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

আয়োজক সংগঠনের মহাসচিব এম এ নাছের বলেন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে আমরা ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। আর তা না হলে দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের মাধ্যেমে স্থানীয় সরকার বরাবর প্রদান করা হবে।

gram

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের প্রধান উপদেষ্টা মজিবুর রহমান, উপদেষ্টা শামসুল আলম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

এএস/এমবিআর/জেআইএম

আরও পড়ুন