ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সিগারেটের মূল্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৫ পিএম, ২৭ জুন ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে নিম্নস্তরের সিগারেটের প্রতি দশ শলাকার মূল্য ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা এবং অতি উচ্চস্তরের সিগারেটের প্রতি দশ শলাকার মূল্য ১০১ টাকা থেকে বৃদ্ধি করে ১০৫ টাকা করার প্রস্তাব করছি।

বুধবার (২৭ জুন) জাতীয় সংসদে অর্থবিল উপস্থাপনকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। পরবর্তীতে এসব প্রস্তাব সংসদে কণ্ঠভোটে পাস হয়।

অর্থমন্ত্রী বলেন, এ বাজেটেই সিগারেটের অন্যান্য স্তরে মূল্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, জর্দা ও গুল সরাসরি গ্রহণ করার কারণে এর ক্ষতিকর প্রভাব অনেক বেশি। তাই এ দুটি পণ্যের মূল্য বাজেটে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছিল। বর্তমানে শুল্ক-করসহ মূল্যের পূর্বের অভিঘাত অপরিবর্তিত রেখে প্রতি গ্রাম জর্দার ট্যারিফ মূল্য ১.২০ টাকা এবং প্রতি গ্রাম গুলের ট্যারিফ মূল্য ০.৬০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।

এমইউএইচ/বিএ

আরও পড়ুন