ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইন্দোনেশিয়া

প্রকাশিত: ১১:০৩ পিএম, ০৩ আগস্ট ২০১৫

অবৈধভাবে ইন্দোনেশিয়ায় অবস্থান করা ১৫০ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির আচেহ প্রদেশের অভিবাসন কার্যালয়। কার্যালয়ের কর্মকর্তা আলবার্ট জালিয়াসের বরাত দিয়ে দ্য জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, আলবার্ট জালিয়াস জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শেষ করা হবে। উত্তর সুমাত্রার কুয়ালা নামু বিমানবন্দর দিয়ে এ পর্যন্ত ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

আলবার্ট বলেন, বাংলাদেশি দূতাবাস থেকে সব ধরনের কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। বাকিদের আমরা যতো দ্রুত সম্ভব ফেরত পাঠাবো।

উল্লেখ্য, দুই মাস আগে কয়েকশ রোহিঙ্গার সঙ্গে ২৩৮ জন বাংলাদেশি আচেহ প্রদেশে আটকা পড়েন। ইন্দোনেশিয়া সরকারের নীতি অনুযায়ী, রোহিঙ্গাদের দেশটিতে এক বছরের জন্য থাকতে দেয়া হবে এবং বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।

বিএ