হাজারীবাগে ড্রেনে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীর হাজারীবাগে ড্রেনের পানিতে ডুবে তানজিল (৫) নামে এক শিশু মারা গেছে। সোমবার দুপুর অাড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা তাকে ড্রেন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে অাসেন। বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানজিল হাজারীবাগের উলাল মহল এলাকার স্থানীয় বাসিন্দা বাবুল মিয়ার দ্বিতীয় সন্তান।
বাবুল মিয়া জানান, দুপুরে বাসার সামনে অারও কয়েকজন শিশুর সঙ্গে বৃষ্টির পানিতে খেলা করছিল তানজিল। এ সময় কোনো এক ফাঁকে ড্রেনের পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ড্রেনের পানি থেকে অবচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসএইচ/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দুঃখ প্রকাশ করে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সারজিস আলম
- ২ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ৩ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৪ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস