যোগ ব্যায়াম তরুণদের মাদক থেকে দূরে রাখবে
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, তরুণদের বিপথগামী করছে মাদক, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন মরণনেশা। একমাত্র শরীরচর্চা, যোগব্যায়ামই পারে তরুণদের এসব অস্বস্তিকর বিধ্বংসী মরণনেশা থেকে দূরে রাখতে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আনন্দম ইনস্টিটিউট অব যোগ আয়ুর্বেদ অ্যান্ড যৌগিক হসপিটাল আয়োজিত ‘আদর্শ জীবন গঠনে যোগাভ্যাসের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেহ ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন। যোগ অনুশীলনে মানুষ পাপমুক্ত থাকে। নিয়মিত যোগ অনুশীলনের মাধ্যমে প্রাণের শক্তি সঞ্চারিত হয়, সমাজের পাপাচার, মাদক, হানাহানি থেকে দূরে থাকা যায়। শরীর ও মন সুস্থ না থাকলে ধর্ম, কর্ম, ইহলৌকিকতা কোনো পথই ঠিক মতো চলে না। সকল মানুষের জন্য যোগাভ্যাস গড়ে তুলতে হবে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়টিকে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের কারিকুলামে আনার উদ্যোগটি সরকার নেবে। প্রতিটি বিদ্যালয়ে ড্রিল বা পিটির ব্যবস্থা রয়েছে কিনা তা মনিটরিং করবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নিজস্ব মাঠ এর ব্যবস্থা করবে।
মন্ত্রী সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনোভাবে প্রশ্রয় দেবেন না। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান।
যোগী পরিচালক পিকেবি প্রকাশ প্রমিথিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, যোগী অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, যোগী অ্যাডভোকেট ড. জে.কে. পাল, আমেরিকান প্রবাসী বাঙালি হিন্দু ফাউন্ডেশনের সভাপতি শ্যামল চক্রবর্তী, যোগী ধীরেন্দ্রনাথ বাড়ৈড়ি প্রমুখ বক্তব্য রাখেন।
এমএউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে: অধ্যাপক সায়েদুর
- ২ পলিথিনবিরোধী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত, ২৫ লাখ টাকা জরিমানা
- ৩ ছাত্র আন্দোলনে গুলি: পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
- ৪ ৩০০ ফিটে বুয়েটছাত্র নিহত: সুষ্ঠু বিচারসহ ৬ দাবি শিক্ষার্থীদের
- ৫ ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা, আসামিদের রিমান্ড চাইবে পুলিশ