ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোমেনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনী

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৩ আগস্ট ২০১৫

সম্প্রতি ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন্স দ্বীপবাসীকে সহযোগিতায় তাদের ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
 
সোমবার নৌবাহিনীর জাহাজ থেকে চাল, বিস্কুটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
ত্রাণ সামগ্রীর পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্য সেবা প্রদানে সেন্টমার্টিন্সে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে।
 
গত ৩০ জুলাই সেন্টমার্টিন্স, হাতিয়া, সন্দীপসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানে। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
 
এআর/এসএইচএস/এমআরআই